শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাহিমাগারের ভাড়া কমানোসহ ৬ দফা দাবীতে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ সমাবেশ

হিমাগারের ভাড়া কমানোসহ ৬ দফা দাবীতে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ সমাবেশ

জয়নাল আবেদীন: হিমাগারের ভাড়া কমানোসহ ৬ দফা দাবীতে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ সমাবেশ করেছে আলুচাষীরা। বুধবার বেলা ১১টায়ি রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আলু চাষী সংগ্রাম কমিটির উদ্যোগে সংগঠনের আহŸায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় আহŸায়ক আহসানুল আরেফিন তিতু, আলুচাষী জমশেদ আলী, রেজওয়ান শাহ,তছলিমউদ্দিন,রানা মিয়া, লক্ষীকান্ত রায়, মইনুল ইসলাম, নাসির উদ্দিনসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মাটি ও আবহাওয়া ভাল হওয়ায় আলুর ফলন ভাল হয়। এ বছর আলুর বাম্পার ফলেও কৃষকরা লাভের মুখ দেখতে পারছে না। ব্যবসায়ী সিন্ডিকেট আলুর বাজারে ধস নামিয়ে দিয়েছে। কৃষকরা হিমাগারে আলু রাখার চেষ্টা করলে আলু ব্যবসায় সিন্ডিকেট ও হিমাগার মালিকরা যোগসাজশন করে ভাড়া বৃদ্ধি করেছে। এতে করে আলু চাষীদের মরন দশা হয়েছে। তারা উপায় না পেয়ে পানির দামে বাধ্য হয়ে আলু বিক্রি করে দিচ্ছে। বক্তারা প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা বাতিল করে দেড় টাকা নির্ধারণ, অগ্রিম বুকিং এর নামে বস্তা প্রতি ১’শ টাকা আদায় বন্ধ করা, সরকারী উদ্যোগে প্রতিটি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, সকল হিমাগারে প্রকৃত কৃষকের জন্য শতকরা ৬০ ভাগ জায়গা বাধ্যতামূলকভাবে বরাদ্দ রাখা, লাভজনক দামে আলু বিক্রি করতে না পারা কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও সরকারী উদ্যোগে চাষীদের আলু বিদেশে রপ্তানীর ব্যবস্থা করার ৬ দফা দাবী তুলে ধরেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments