আব্দুল লতিফ তালুকদার: দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকা টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টু সংবর্ধিত হয়েছেন। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধণার আয়োজন করা ।
গণসংবর্ধনায় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা আব্দুস সালাম পিন্টুকে বিনা বিচারে জেলের মধ্যে আটকে রেখে নির্যাতন করেছে। স্বৈরাচার ফ্যাসিবাদি হাসিনা পালাইছে। তিনি বলেন,১৯৭৪ সালে শেখ মুজিব দুর্ভিক্ষ এনেছিল, সেসময় সাধারণ মানুষকে শুধু ফেন খাইয়ে ছিল, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল অথচ ওইসময় রাজকীয় ভাবে ধানমন্ডির ৩২ নম্বের তার দুই ছেলের বিয়ের অনুষ্ঠান করেছিল। শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার লোক মেরেছিল, এই হচ্ছে শেখ মুজিব। সংবর্ধনায় সালাম পিন্টুর ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার ভাইয়ের রেখে যাওয়া ভূঞাপুরে জনগণকে আজ এই মঞ্চে ভাইয়ের কাছে হস্তান্তর করে গেলাম। তিনি বলেন, এই মূহুর্তে নির্বাচন দিলে বিএনপির সামনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মীনি বিলকিস সালাম, বিএনপির প্রচার সম্পাদক সালাম পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহিন,সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এদিকে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আব্দুস সালাম পিন্টু নিজ এলাকার গণসংবর্ধনায় বলেন, এমন বর্বর সরকার আমার উপর যে নির্যাতন চালিয়েছিল তা শুনে আপনারা শিউরে উঠবেন। ফ্যাসিস্ট সরকার আমার মায়ের জানাযায় পর্যন্ত আসতে দেয় নাই। আমার জন্য আপনারা তাহাজ্জুত নামাজ পড়ে দোয়া করেছেন যার জন্য আজ আমি মুক্তি পেয়েছি। তারেক রহমান আমার জন্য বিদেশ থেকে দোয়া করেছেন,বেগম খালেদা জিয়া আমার জন্য জন্য দোয়া করেছে। তিনি তার উপর নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, ১৭ বছর জেলে আমাকে ২৪ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছিলেন। আমি মনে করে ছিলাম আর বেঁচে ফিরতে পারবো না। আজ ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে। আমরা কিন্তু ঠিকই আছি।
তিনি বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ভূঞাপুরে তৎকালিন সময়ে পায়ে হেটে খাল খনন কার্যক্রম শুরু করে কৃষিতে অভাবনীয় সাফল্য নিয়ে আসেন। তিনি আরো বলেন, ভূঞাপুর থেকে সকল ষড়যন্ত্র উৎখাত করে দেশের পতাকা পতপত করে উড়াবো। চাঁদাবাজদের জায়গা ভূঞাপুর বিএনপিতে হবে না। আমি ভূঞাপুরে জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো ইনশাল্লাহ।