রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাকমলগঞ্জের শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জের শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে মহরম মিয়া (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে। তিনি হাজীপুর ইউনিয়নের পীরের বাজারে ব্যবসা করতেন।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন। এতে তার মাথাসহ দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বিষয়টি।

পরে খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) দীপক রায় সরকার ঘটনাস্থলে পৌঁছে নিহত মহরম আলীর লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments