শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাঈশ্বরদীর ৪ ইটভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীর ৪ ইটভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করায় ৪টি ইটভাটার মালিককে সাড়ে তিন টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুর ইউনিয়নের চর-গড়গড়ি এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নের্তৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন খান। এসময় বিশ্বাস ব্রিকস ভাটায় ৫০ হাজার টাকা, মেসার্স ব্রাদার্স ব্রিকস, মেসার্স মন্ডল ব্রিকস ও স্বপ্ন ব্রিকসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন খান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে ইটভাটাগুলো ইট প্রস্তুত করে আসছিল। প্রতিটি ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ও খড়ি পোড়ানো হচ্ছিল। একারণে ইট ভাটাগুলোতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে ইটভাটা না চালানোর ভাটার মালিকদের কঠোর ভাবে হুশিয়ারি দেওয়া হয়েছে। অবৈধ ইট ভাটাগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

থানার ওসি মো. শহীদুল ইসলাম শহীদ বলেন, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে অবৈধ ইটভাটাগুলো বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অবৈধ ইট ভাটার মালিকদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments