রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাসাভারে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

সাভারে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাবলু মাতাব্বর ফরিদপুর জেলার দরগা বাজারের নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতব্বরের ছেলে। তিনি কাজের সুবাদে আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় ভাড়াবাসা নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টসকর্মী। ৫ বছর আগে সৎ বাবা শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার। আর অভিযুক্ত শাবলু মাতব্বর কোনো কাজ কর্ম না থাকায় বাসায় সন্তানদের দেখাশোনা করতেন। সেই সুযোগে তার স্ত্রী চাকরিতে চলে গেলে সৎ মেয়েকে ধর্ষণ করত সে। পরে ওই কিশোরী একাধিকবার ধর্ষণের কথা তার মাকে জানায়।

এ ঘটনায় বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।

এছাড়া নবীনগর এলাকায় তৃতীয় শ্রেণির কিশোরী ধর্ষণের অভিযোগে সৎ বাবার আরও একটি মামলা হয়েছে আশুলিয়া থানায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments