শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeঅর্থনীতিশিবলী রুবাইয়াত ও তার স্ত্রীর লকার খুলবে দুদক

শিবলী রুবাইয়াত ও তার স্ত্রীর লকার খুলবে দুদক

বাংলাদেশ প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও তার স্ত্রী শেনিন রুবাইয়াতের লকার খোলার অনুমতি দিয়েছে আদালত।

আজ (১৭ মার্চ) এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের চলমান তদন্তের অংশ হিসেবে, নগরীর ধানমন্ডি এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে লকারটি খোলার অনুমতি পেয়েছে দুদক।

তদন্ত দলের নেতৃত্বদানকারী দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুর্নীতি দমন সংস্থার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, ৬ ফেব্রুয়ারি শিবলীকে জিজ্ঞাসাবাদের সময় তারা জানতে পারেন যে, দম্পতি যে লকারে জালিয়াতি এবং অবৈধ উপায়ে অর্জিত মূল্যবান অলংকার রেখেছিলেন।

আবেদনকারী তার আবেদনে আরও বলেন “ওই লকারে অপরাধ সম্পর্কিত গোপন নথি থাকতে পারে। তাই, দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে লকারটি পরীক্ষা করার জন্য খোলা প্রয়োজন,”।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি, একই আদালত শেনিন রুবাইয়াতসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

৬ ফেব্রুয়ারি, একই আদালত দুর্নীতির মামলায় শিবলীর রিমান্ড এবং জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায়।

তবে আদালত দুদককে সাত দিনের মধ্যে একদিন জেলগেটে আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। গত ৪ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments