বাংলাদেশ প্রতিবেদক: হাওর এলাকার কৃষকের একমাত্র বোর ফসল ঘরে তুলতে প্রধান ঝুঁকি হয়ে দাঁড়ায় আগাম বন্যা,ওই বন্যার পানি ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধের উপর নির্ভরশীল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরের হাজার হাজার কৃষক। সেই ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠলেও চলতি বছরে উপজেলার গুরমা উপ-প্রকল্পের ছিলানী তাহিরপুর গ্রামের পশ্চিম পাশে ছিলানী তাহিরপুর ক্লোজার নামক বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি ৫৬,৫৭ ও ৫৮ নং পিআইসির কাজ নির্ধারিত সময়ে সফল ভাবে শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয় কৃষকরা।যদিও ঝুঁকিপূর্ণ এই বাঁধের কাজের শুরুতেই,কাজ শেষ করতে পারবে কি-না এমন শঙ্কা দেখা দিয়েছিল স্থানীয় কৃষকদের মধ্যে।
নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করে গতকাল শনিবার বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি ৫৬,৫৭ ও ৫৮ নং পিআইসর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়,এতে অংশ নেয় স্থানীয় কৃষক বিভিন্ন পিআইসির সদস্য,পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা।
ইফতার মাহফিলে অংশ নেওয়া স্থানীয় ছিলানী তাহিরপুর গ্রামের কৃষক সাইফুল ইসলামসহ অনেকেই বলেন এই ক্লোজারে শুরুতে পিআইসিরা একদিকে মাটি দেয় অন্যদিকে বুধবুধ করে কোথায় চলে যায় এর কোন হদিস দেখতে পাইনি এমন অবস্থা দেখে বাঁধের কাজ শেষ হবে কি-না এমন শঙ্কায় ছিলাম আমরা।কিন্তু পিআইসিরদের কঠোর পরিশ্রম ও স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জিও ব্যাগসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই ঝুকিপূর্ণ বাঁধের কাজটি নির্ধারিত সময়ে সফল ভাবে শেষ করায় ৫৬ নং পিআইসির সভাপতি আনোয়ার হোসেন,সদস্য সচিব আব্দুল হালিম,৫৭ নং পিআইসির সভাপতি সুহেল মিয়া,সদস্য সচিব শাহ আলম,৫৮ নং পিআইসির সভাপতি ছাবিদুল মিয়া,সদস্য সচিব সুয়েজ মিয়া সহ দায়িত্বশীলদের প্রতি আমরা কৃতজ্ঞ।
ইফতার দোয়া ও মাহফিলে মাহফিলে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও তাহিরপুর উপজেলা বাঁধ মনির হোসেন,জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফিকুল ইসলাম উজ্জ্বল,৫৬ নং পিআইসির সভাপতি আনোয়ার হোসেন, সদস্য সচিব আব্দুল হালিম,৫৭ নং পিআইসির সভাপতি সুহেল মিয়া, সদস্য সচিব শাহ আলম, ৫৮ নং পিআইসির সভাপতি ছাবিদুল মিয়া, সদস্য সচিব সুয়েজ মিয়া,১৩ নং পিআইসির সদস্য সচিব খসরুল আলম,ডা,নুরু মিয়া,মাফিকুল ইসলাম, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।