শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলামহিপুরে মোটরসাইকেল চালককে কুপিয়েছে দুর্বৃত্তরা

মহিপুরে মোটরসাইকেল চালককে কুপিয়েছে দুর্বৃত্তরা

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুর থানার পৌর গোঁজা এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন সুজন (৫০) নামের এক মোটরসাইকেল ড্রাইভার। তিনি কুয়াকাটা এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পর্যটকদের পরিবহন করতেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো পর্যটকদের নিয়ে কুয়াকাটার গঙ্গামতিতে সূর্যোদয় দেখাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে বাসার সামনের রাস্তায় অতর্কিত হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পর্যটকরা রাস্তায় পড়ে থাকতে দেখতে পেয়ে সুজনের মোবাইল ফোনের ডায়াল নম্বারে কল করে তার পরিবারের সদস্যদের জানান। পরে বাড়ির সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা সুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২ টায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

ঘটনাস্থল থেকে এক জোড়া জুতো উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে হামলার কারণ এবং দোষীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments