বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার কালাচাঁদপাড়া (চালা শাহজাদপুর) মহল্লার ঐতিহ্যবাহী মিলন সংঘ মন্দিরের ৬টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (৪ মার্চ ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে । শনিবার (৫ মার্চ) সকালে প্রতিবেশীরা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি দেখে থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এ বিষযে মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার গোস্বামী জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা মন্দিরের ভিতরে ঢুকে ২টি গণেশ ও ৪টি স্বরস্বতী প্রতিমা ভাংচুর করে । শনিবার সকালে ঘুম থেকে উঠে প্রতিমাগুলি ভাংচুর করা অবস্থায় দেখতে পাওয়া যায়। তিনি জানান এই মন্দিরে দীর্ঘদিন ধরে বাৎসরিক দুর্গাপূজা ,লক্ষ্মী পূজা ,সরস্বতী পূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় ।
এদিকে ঐতিহ্যবাহী মিলন সংঘ মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) আবু সাঈদ বলেন, খবর পেয়ে ওই মন্দির পরিদর্শন করেছি। একটি ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। এটা যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া পুলিশের একটি টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আশাকরি অচিরেই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। তিনি জানান এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এ বিযয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মন্দিরটির সামনের অংশে কোনো গ্রীল ও গেট না থাকায় সরকারি অনুদানে দ্রত সময়ের মধ্য গ্রীল ও কেচিগেট নির্মাণের আশ্বাস দেন।