বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের সময় আরও ২২ মাস বাড়ানো হয়েছে।
এতে ব্যাংকগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ তহবিলের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সময় বাড়ানোর সার্কুলার ব্যাংকগুলোকে পাঠিয়েছে।
পুঁজিবাজারে তারল্য সংকটের প্রেক্ষাপটে ২০২০ সালের ফেব্রুয়ারিতে গঠিত ২০০ কোটি টাকার এ বিশেষ তহবিলের মেয়াদ ছিল চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে এ তহবিলের আওতায় বেসরকারি উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতের অর্থায়নের জন্য গ্রিন সুকুক বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে এ তহবিলের মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
ব্যাংকগুলো নিজস্ব বিনিয়োগ সীমার বাইরে শর্ত সাপেক্ষে এ অর্থ শেয়ারে বিনিয়োগ করতে পারে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকগুলো ’রেগুলেটরি’ মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। ব্যাংকের এ বিনিয়োগসীমার মধ্যে ব্যাংকের ধারণ করা সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট ও অন্যান্য পুঁজিবাজার নির্দেশনাপত্রের বাজারমূল্য ধরে মোট বিনিয়োগ হিসাব করা হয়।
২০২০ সালে পুঁজিবাজারে তারল্য সংকট দেখা দিলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা ও নীতি সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ বিশেষ তহবিল গঠন করা হয়েছিল।
নতুন করে মেয়াদ বাড়ানোর বিষয়ে সার্কুলারে বলা হয়েছে, পুঁজিবাজারে অস্থির অবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাজার সংশ্লিষ্ট, বিনিয়োগকারী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়নের জন্য ও আর্থিক খাতের অবস্থা স্থিতিশীলতার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ব্যাংকগুলো নিজস্ব অর্থে এ তহবিল গঠন করতে পারে। এর বাইরে রেপো সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে এ তহবিল গঠন করতে পারে।
এক্ষেত্রে রেপোর সুদের হার ৫ শতাংশ নির্ধারিত থাকবে এবং কোনো ধরনের নিলামের প্রয়োজন হবে না। ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য থেকে ট্রেজারি বন্ড বা বিল রেপোর মাধ্যমে এ তারল্য সুবিধা নিতে হবে।