শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলানোয়াখালীতে কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ

নোয়াখালীতে কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ এপ্রিল) লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান। এর আগে, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বকশি মিঞার পুরাতন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকশি মিঞার পুরাতন বাড়ির বাসিন্দা ভুক্তভোগী মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আজিম (৪৫) একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকনকে (৬২) বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বকশি মিঞার বাড়ির পারিবারিক কবরস্থানে ১৬০০ একর সম্পদের অধিকারী বকশি মিঞাসহ ঊনার ওয়ারিশরা চিরনিদ্রায় শায়িত আছেন। ২০২৪ সালের শেষ দিকে ও ২০২৫ সালের প্রথম দিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী নিয়ে ফ্যাসিবাদী সরকারের আমলে একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকন পারিবারিক কবরস্থানের মধ্যে জোর করে ধাপে ধাপে দালান নির্মাণ করে। তখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ভাড়াটে মাস্তানদের ভয়ে কেউ দালান নির্মাণে বাধা দিতে পারেনি।

জানতে চাইলে জামাল উদ্দিন ওরফে খোকনকে অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যেখানে আমার দালান নির্মাণ করা হয়েছে সেখানে আমাদের বাড়ির কোনো পারিবারিক কবরস্থান ছিলনা। আমার বাবা ও আমি এখানে কবরস্থান দেখেনি। আমার দাদাও বলতে পারেনি বকশি মিঞার কবরস্থান কোথায়। তিনি প্রায় ৩৫০ বছর আগে মারা যায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন,অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সাথে কথা বলে ও সরেজমিনে দালানের জায়গায় কবরস্থানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বাদীর মনোনীত লোক জানিয়েছে ১৫০ বছর আগে এখানে বকশি মিঞার কবর ছিল। কুমিল্লা থেকে এক ব্যক্তি এসে কবর জিয়ারত করে যেত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments