বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রী মৌসুমী বেগমকে গলাটিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) উপজেলার কোম্পানীগঞ্জে এ ঘটনা ঘটে। মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাছির আহমেদ (৩৫) ও মৌসুমী বেগম (২৫) দম্পতি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগরপাড় ভাই ভাই টাওয়ারে বসবাস করেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল।
ওসি মো. জাহেদুর রহমান বলেন, শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমী বেগমকে গলাটিপে হত্যা করে। এ ঘটনার পর স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীর লাশ ঘরে রেখে মুরাদনগর থানায় আত্মসমর্পণ করে।