শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeআইন-আদালতটিপু মুনশি ও তার স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

টিপু মুনশি ও তার স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

বাংলাদেশ প্রতিবেদক: সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা বহতল ভবন ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের দুজনের নামে থাকা ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ি মিলে মোট ১৪ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ২২৩ টাকা সম্পদ ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক পাপন কুমার সাহা জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

টিপু মুনশির জব্দ সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর উত্তরার প্লটসহ তিন তলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১টি ব্যাংক হিসাব, ৯টি কোম্পানির শেয়ার ও ২টি গাড়ি অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। ৯টি কোম্পানির শেয়ার ও ২টি গাড়ির মূল্য মিলে ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা উল্লেখ করেছে দুদক।

এ ছাড়া মালবিকা মুনশির রয়েছে, রাজধানীর গুলশানের একটি জমি, ১টি ব্যাংক হিসাব ও পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার রয়েছে।

দুদক আবেদনে জানায়, আসামি টিপু মুনশি পাবলিক সার্জেন্ট হিসেবে দায়িত্বে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অসৎ উদ্দেশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ, ২৭ হাজার ৬১২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা। ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনসহ মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিংয়ের অপরাধে মামলা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments