শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeআন্তর্জাতিক'কাশ্মীরে হামলায় জড়িত সন্ত্রাসীদের গাইড হিসেবে কাজ করেছিলেন এক ভারতীয়'

‘কাশ্মীরে হামলায় জড়িত সন্ত্রাসীদের গাইড হিসেবে কাজ করেছিলেন এক ভারতীয়’

বাংলাদেশ প্রতিবেদক: ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের গাইড হিসেবে কাজ করেছিলেন এক ভারতীয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের গাইড হিসেবে কাজ করেছিলেন অনন্তনাগের স্থানীয় এক সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, তার সহযোগীতায় এ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অভিযুক্ত ওই সন্ত্রাসীর নাম নাম আদিল ঠোকর ওরফে আদিল গুরি।

সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, আদিল ২০১৮ সালে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। গত বছরে তিনি আবার জম্মু-কাশ্মীরে ফিরে আসেন।

টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, আদিল ঠোকর অনন্তনাগেই রয়েছেন। পাকিস্তান থেকে আসার পর বেশ কয়েকবার তাকে দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা হওয়ায় পেহেলগাম ও বৈসরনের ভৌগোলিক অবস্থান নিয়ে টনটনে জ্ঞান রয়েছে তার।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈসরনের এক পাশে ঘন পাইনের জঙ্গলেই সন্ত্রাসীরা অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রের দাবি, লুকানো এবং হামলা চালিয়ে পালানোর জন্য জঙ্গলকে ব্যবহারে সাহায্য করেছিলেন তিনি। তাদের লুকানো এবং জমালার আগে পরিদর্শন সবকিছুর ব্যবস্থা করা হয়েছিল। আদিলই এসব ব্যবস্থা করেছিলেন।

উল্লেখ্য, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments