বাংলাদেশ প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের পঞ্চম মাস নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙছেন বেশি। আর গত ২০২৩-২৪ অর্থবছরের অধিকাংশ সময়েই নেতিবাচক ধারায় ছিল সঞ্চয়পত্র বিক্রি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সপ্তম মাস জানুয়ারিতে সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক ধারায় রয়েছে ৪ হাজার ৭৬৮ কোটি টাকা। মাসটিতে (জানুয়ারি) বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়েও (জানুয়ারি) সঞ্চয়পত্র বিক্রি ছিল ঋণাত্মক। গত অর্থবছরের ওই সময়ে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল প্রায় ১ হাজার ২৮৭ কোটি টাকা।
চলতি অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরেও সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক ধারায় ছিল। এ মাসে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ ৩ হাজার ৯২১ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছিল। চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও ঋণাত্মক ধারায় ছিল সঞ্চয়পত্র বিক্রি। নভেম্বরে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, ২০২৪-২৫ অর্থবছরের ৭ মাসেও (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্রের মোট বিক্রি ঋণাত্মক পর্যায়ে রয়েছে। আলোচিত ৭ মাসে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে প্রায় ৭ হাজার ১৩ কোটি টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়েও সঞ্চয়পত্র বিক্রি ছিল ঋণাত্মক। গতবার বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি করতে হয়েছিল ৭ হাজার ৩৫০ কোটি টাকা।