মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ৩৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদেরকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে রংপুরের ২ জন এবং বাকীরা ঢাকায় আক্রান্ত হয়েছে। তাদের সকলের বাড়ি রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গ জ্বর শনাক্ত করার ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তাদেরকে নগরীর বিভিন্ন রোগ নির্ণয় সেন্টারে গিয়ে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে বলে জানান। সোমবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, মেডিসিন বিভাগের পাঁচটি ওয়ার্ডে জ্বরে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদেও স্থান সংকুলান না হওয়ায় পেয়িং বেড খালি করে সেখানে ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে। মেডিসিন বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেম জানান আক্রান্ত রোগীদের বেশির ভাগ ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কিংবা চাকরি করতেন। সেখান থেকে আক্রান্ত হয়ে বাড়িতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শণাক্ত করা হয়। পরে কিছুটা সুস্থ্য হওয়ার পর রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। হাসপাতালে ডেঙ্গু জ্বর শনাক্ত করাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন না। চিকিৎসকরা বিকেলের পর রোগীদের খোঁজখবর নিচ্ছেন না। নার্স এবং ইন্টার্ন চিকিৎসকরা ছাড়া আর কাউকে দেখা যায় না। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সরকার জানান ১৯ জুলাই থেকে ২৯ জুলাই ৩৮ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়। এর মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে চলে যায়। রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.সুলতান জানান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা হাসপাতালে করা যাচ্ছে না। রোগীর সংখ্যা বাড়ার আশংকাা থাকায় পর্যাপ্ত চিকিৎসক সংযুক্ত কওে রাখা হয়েছে। এদিকে জেলা প্রশাসক আসিব আহসান জানান,ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার আট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সজাগ আছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার কোন ত্রুটি হবেনা বলে তিনি জানান। তবে তিনি হাসপাতালে ৩৪ জন রোগী ভর্তির কথা স্বীকার করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments