মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলানৌকা বাঙালির স্বাধীনতার প্রতীক: টুকু

নৌকা বাঙালির স্বাধীনতার প্রতীক: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, নৌকা বাঙালির স্বাধীনতার প্রতীক। নৌকা জাতির জনক বঙ্গবন্ধুর প্রিয় সংগঠন আওয়ামীলীগের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। ১৯৭১ সালে বাঙালি নৌকা প্রতীকে ভোট দিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম উৎসব নৌকাবাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার প্রতিটি মানুষ উৎসব মুখর পরিবেশে উপভোগ করে থাকে। বুধবার বিকেলে পাবনার সাাঁথিয়ায় ইছামতি নদীতে “জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি” নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন., আলীগ নেতা,আলহাজ্জ রবিউল করিম হিরু, ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, মাহবুবুল আলম বাচ্চু, আবুল কাশেম প্রমুখ। প্রতিযোগিতা উপভোগ করার জন্য দূরদূরান্ত থেেেক প্রচুর নারী-পুরুষ দর্শক ইছামতি নদীর দুই পাড়ে ভীড় জমায়। উদ্বোধনী দিনে পাঁচজোড়া নৌকা অংশ নেয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments