মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় গৃহবধূ বীথি হত্যার বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনায় গৃহবধূ বীথি হত্যার বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

কামাল সিদ্দিকী: পাবনার সুজানগর উপজেলার চরদুলাই গ্রামে গৃহবধূ কারিমা আক্তার বীথি খাতুনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত গৃহবধুর স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন যৌন হয়রানী নির্মূল করণ নেটওয়ার্কের আহবায়ক সেলিম নাজির উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজি, নাট্য সংগঠক কোবাদ আলী, সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, ঊইকেনের আশিকুর রহমান আশিক, মালঞ্চি ইউপি‘র সাবেক চেয়ামম্যান আলী রেজা কাকন, নিহত গৃহবধুর বাবা বাবুল প্রামানিক ও মা সাবানা খাতুন। মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর আগে শহরের রামচন্দ্রপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে কারিমা আক্তার বীথির সাথে সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের মিলনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিলন যৌতুকের জন্য বীথিকে মাঝে মধ্যে নির্যাতন করত। গত ৫ অক্টোবর যৌতুকের টাকার জন্য মিলন তার পরিবারের সদস্যরা বীথিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে আতœহত্যা বলে প্রচার করে। ঘটনা জানাজানি হলে তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বক্তারা মিলনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধনে বাঁচতে চাই, ওয়াইডাব্লিউসিএ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পসহ বিভিন্ন পেশাজীবিরা অংশ গ্রহন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments