শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাদূর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় মুক্তিযোদ্ধা সংগঠনের মানববন্ধন

দূর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় মুক্তিযোদ্ধা সংগঠনের মানববন্ধন

কামাল সিদ্দিকী: দূর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী চলমান অভিযানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রম আরো গতিশীল করতে সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেক্টর কমান্ডারস্ধসঢ়; ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য, পাবনা জেলা শাখার সভাপতি ও উন্নয়নে পাবনা’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন এর সভাপতিত্বে ও জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল এর সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জি. মো. আব্দুল আলীম, সেক্টর কমান্ডারস্ধসঢ়; ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন সন্টু, ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সেক্টর কমান্ডারস্ধসঢ়; ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোমিনুর রহমান বরুণ, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জববার, সেক্টর কমান্ডারস্ধসঢ়; ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. দেওয়ান মজনুল হক, যুব বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ববিন, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আবু জাফর, সেক্টর কমান্ডারস্ধসঢ়; ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ ভাঙ্গুড়া উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক মোখলেছুর রহমান সাঈদ, শ্রমিক নেতা পাভেল হাসান জাহাঙ্গীর প্রমুখ। মানববন্ধনে বক্তারা ৩০ লক্ষ শহীদের রক্ত এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং দূর্ণীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী চলমান অভিযানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে ঐকবদ্ধভাবে বিভিন্ন কর্মসুচি চালিয়ে যাওয়ার ব্যাপারে আহবান জানান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত সবাইকে দূর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments