মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আব্দুদ দাইন: পাবনা নগরবাড়ী মহাসড়কে সাঁথিয়ার বনগ্রাম গাঙ্গহাটি নামক স্থানে শনিবার বেলা ১১ টার দিকে পাবনা গামী বাসের ধাক্কায় ছিটকে পরে চাকায় পিষ্ট হয়ে জালাল (৩০) নামে একজন অটোভ্যান চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৪ জন । নিহত জালাল উপজেলার আর/আতাইকুলা ইউনিয়নের চরপাড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে। আহতরা হলেন,একই গ্রামের আমিন উদ্দিনের ছেলে আলাউদ্দিন(৩০), মৃত নিজাম বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান বিশ্বাস(৭০), কামালের ছেলে ইমামুল (২০) ও কুরবান (৪৫) পিতা অজ্ঞাত। ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে শুক্রবার সন্ধ্যা থেকে একাধারে গুড়িগুড়ি বৃষ্টিতে মহাসড়ক ছিলো পিচ্ছিল। প্রতক্ষ্যদর্শি কয়েকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা গামী সি লাইন যার নম্বর ঢাকা মেট্রো (ব ১৪-৮৬৫১) বেপরোয়া দ্রুত গতিতে পাবনার দিকে যাচ্ছিল। গাঙ্গুয়াহাটি কিডনি ফাউন্ডেশনের কাছে একই দিকে অভিমুখী অটোভ্যাটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে অটো চালক জালাল ছিটকে পরে বাসের চাকার নিচে পরলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানে থাকা চারজন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ইমামুল ও হাবিবুরের অবস্থা আশংকা জনক। মাধপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম বলেন, শনিবার বেলা ১১ টার দিকে খবর পায় গাঙ্গুয়াহাটি কিডনি ফাউন্ডেশনের কাছে দুর্ঘটনা ঘটেছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃত্য অবস্থায় জালালকে উদ্ধার করা হয়। আহত ৪ জনকে পাবনা হাসপাতালে প্রেরণ করা হয়। সি লাইন নামক ঢাকা কোচটি দ্রুত পালিয়ে যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments