মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeপ্রশাসনখারাপ কাজের জন্য শুধু তিরস্কার নয় তাকে চাকরি থেকে বহিস্কার করা হবে:...

খারাপ কাজের জন্য শুধু তিরস্কার নয় তাকে চাকরি থেকে বহিস্কার করা হবে: রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য

জয়নাল আবেদীন: রংপুর বিভাগের নভেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন বিভিন্ন সময়ে দেশের পত্র পত্রিকায় সংবাদ শিরোনাম হয়ে ওঠে পুলিশ মাদক ব্যবসায় জড়িত, পুলিশ ইয়াবা সহ আটক যা সত্যি পুলিশের জন্য দু:খজনক ঘটনা । রংপুর রেঞ্জে কোন পলিশ কন্সটেবল থেকে শুরু করে কোন কর্মকর্তা যেন মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে কঠোর নজড়দারি করা হচ্ছেন । তিনি বলেন ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে ঠিক তেমনি খারাপ কাজের জন্য শুধু তিরস্কার নয় তাকে চাকরি থেকে বহিস্কার করা হবে । সোমবার তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এসব কথা বলেন । সভায় নভেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন তিনি । সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে অক্টোবর ও নভেম্বর মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট অর্থ পুরস্কার তুলে দেন। বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে অক্টোবর মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নীলফামারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর গাইবান্ধা সদর থানার এসআই মোঃ আবু হাসান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নীলফামারী জেলার সৈয়দপুর থানার এসআই ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে দিনাজপুর ডিবি’র এসআই মোঃ মোকারম হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে গাইবান্ধা সদর থানার এএসআই মোঃ শওকত আলী সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে রংপুর ট্রাফিক ইউনিটের টিআই খান মোঃ মিজানুর শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার, মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম, পুরষ্কার গ্রহণ করেন। এছাড়াও ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনে তদারকি করার জন্য দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, রহস্য উদঘাটনে নেতৃত্ব দেয়ার জন্য দিনাজপুর জেলার বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল ও রহস্য উদঘাটনের জন্য রংপুর ডিবি’র এসআই মোঃ শাহ আলম, চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেফতারের জন্য ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক তানভিরুল ইসলাম, চোরাই মোটর সাইকেল উদ্ধারে নেতৃত্ব দেয়ার জন্য একই জেলা ও থানার পুলিশ পরিদর্শক গোলাম মর্তুজা, অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য গাইবান্ধা জেলার ডিবি’র এসআই আবু নেওয়াজ সরদার, মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে গুলি বর্ষণ সাহসীকতাপূর্ণ কাজের জন্য লালমনিরহাট জেলার ডিবি’র কনস্টেবল আব্দুল ওয়াহাব বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন। এদিকে সভা শেষে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেন, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বদলীজনীত কারণে বিদায়ী অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments