রবিবার, মে ১৯, ২০২৪
Homeবিনোদনশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে বাজে মন্তব্য,ফেসবুকে সমালোচনার ঝড়

শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে বাজে মন্তব্য,ফেসবুকে সমালোচনার ঝড়

রফিক সুলায়মানঃ সর্বজন শ্রদ্ধেয় শিল্পী সুরের ধারার অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে গতকাল ফেসবুকে ঝড় উঠেছিলো। শিক্ষাবিদ, শিক্ষার্থী, শিল্পী, গবেষক, সঙ্গীতপ্রেমীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।

তবে এসবের ভীড়ে জনৈক মনিরুল মনির এক কমেন্ট তৈরী করেছে বিতর্ক। কিংবদন্তী শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিলেন মিউজিক কলেজের সাবেক শিক্ষার্থী অসীম বাইন, সেখানেই বিতর্কিত মন্তব্যটি করেন মনিরুল মনি। মনিরুল মনির পিতা সুপরিচিত সঙ্গীত ব্যক্তিত্ব প্রয়াত মফিজুল ইসলাম।

মনিরুল মনির কমেন্টের প্রথম প্রতিবাদ করেন শিরীন চায়না। এরপর তীব্র সমালোচনায় ফেটে পড়েন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফেডারেশনের হবিগঞ্জের নেতা অসিত দাস মন্টু। তিনি এক স্ট্যাটাসে স্বাধীনতা পদকে সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরীকে নিয়ে মনিরুল মনির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। সুরের ধারার পৌষ মেলায় এ নিয়ে ব্যাপক আলোচনা করেন। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক আহমেদ শাকিল হাশমী এ নিয়ে আজ তার মতামত তুলে ধরবেন। শাকিল হাশমী সুরের ধারার সাবেক শিক্ষার্থী।

যার ওয়ালে মনিরুল মনি কমেন্টটি দিয়েছিলেন সেই অসীম বাইন এক উত্তরে জানিয়েছেনঃ ‘আমি তাকে রিকোয়েস্ট করেছি ব্যখা দিতে তার অশোভন কমেন্ট এর জন্য। আমরা শিল্পী, শিল্প অনুরাগী সব সময় সত্য ও সুন্দরের সাথে আছি।’ প্রতিবাদের মুখে মনিরুল মনি কমেন্ট সংশোধন করতে বাধ্য হয়েছেন। তার এই বালখিল্য আচরণে সঙ্গীতমহলে ছি ছি পড়ে গেছে।

শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নজরে আনা হয়েছে কমেন্টটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments