মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাকরোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চীন ফেরৎ রমেকে ভর্তি: হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন...

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চীন ফেরৎ রমেকে ভর্তি: হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন রোগী

জয়নাল অবেদীন: নীলফামারীর ডোমার থেকে চীন ফেরৎ এক ছাত্রকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরীক্ষা- নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় ঢাকার রোগতত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জরুরী বার্তা পাঠানো হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞরা এসে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে পারছে না মেডিকেল কর্তৃপক্ষ। তার দেহ থেকে রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে এরই মধ্যে ঢাকায় পানো হয়েছে। সন্দেহভাজন রোগিকে বিশেষ ব্যবস্থায় একটি আইসুলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসক ও নার্স ছাড়া কাউকেই সেখানে যেতে দেয়া হচ্ছে না। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জের আলতাব হোসেনের ছেলে তাজবিদ হোসেন চীনের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। করনা ভাইরাস ছড়িয় পড়ার পর গত ২৯ জানুয়ারী শাহজালাল বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। কিন্তু সেখানকার মেডিকেল পরীক্ষায় তার দেহে করনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলেও নীলফামারীর সিভিল সার্জনের তত্বাবধানে তার বাড়িতে রাখা হয়।কিন্তু শনিবার সকালে হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে দুপুরে তাকে রংপুর মেডিকেলে আনা হয়। তাজবিদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা চিকিৎসকরা এখনো নিশ্চিত নন। মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার কোন ব্যবস্থা না থাকায় বিষয়টি আইডিসিআরকে জানানো হয়েছে বলে জানান রংপুর মেডিকেলের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন। তিনি সাংবাদিকদের জানান,আমারা তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালের একটি ওয়ার্ডে রেখে সেবা দিচ্ছি। সেই ওয়ার্ডে ডাঃও নার্স ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। করোনাভাইরাসের রোগী হাসপাতালে ভর্তি হওয়ার খবর রোগী ও তার স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেক রোগী চিকৎসা না নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। কুড়িগ্রামের নাগেশ্বরীর আকরাম জানান, তিনি তার মাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করছিলেন। চীন থেক আসা এক রোগী নাকি ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই কথা শুনে মা আর থাকতে চাচ্ছেন না। তাই ছাড়পত্র না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। অবস্থা ভালো হলে আবার আসবো বলে জানান তিনি। তবে এব্যাপারে হাসপাতালের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments