শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে ইয়াবা ও বিদেশী মদসহ আটক ৩

সোনারগাঁয়ে ইয়াবা ও বিদেশী মদসহ আটক ৩

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মো: মিন্টু মিয়া নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিন্টু উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে। তার বিরূদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। র‌্যাব- ১০’ এর অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) মো. কাইয়ুমুজ্জামান খান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০’এর সদস্যরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মিঠাই মিষ্টির দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৮০ পিছ ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল সেট ও নগদ ৪৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকা থেকে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ইব্রাহিম মিয়া ও শহিদুল ইসলাম খোকন। তালতলা তদন্ত কেন্দ্রের উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে এশিয়ান হাইওয়ের ললাটি বাসষ্টান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় ২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও শহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম সোনারগাঁওয়ে জামপুরের শিংরাবো গ্রামের আমির হোসেনের ছেলে ও শহিদুল ইসলাম খোকন বন্দর উপজেলার মালিবাগ গ্রামের কামাল মিয়ার ছেলে। সোনারগাঁও থানার ওসি মনিরূজ্জামান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments