মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeপ্রশাসনসরকার জঙ্গিতৎপরতা দমনে কাজ করে যাচ্ছে: রংপুরে মনিরুল ইসলাম

সরকার জঙ্গিতৎপরতা দমনে কাজ করে যাচ্ছে: রংপুরে মনিরুল ইসলাম

জয়নাল আবেদী: সরকার জঙ্গিতৎপরতা দমনে কাজ করে যাচ্ছে । এজন্য সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন। আমাদের সন্তানরা যেন এ পথে যেতে না পারে সেজন্য পরিবার থেকে পাড়া প্রতিবেশি এবং শিক্ষকদের ভূমিকা রাখতে হবে । রোববার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সহিংস উগ্রবাদ প্রতিরোধে করনীয় সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম্ এর প্রধান মনিরুল ইসলাম এসব কথা বলেন । বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ কেন্দ্রের অর্থায়নে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্ ,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম । মনিরুল ইসলাম বলেন এসময় দেশের উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতা বেশি ছিলো পুলিশ ও র‌্যাবের ব্যাপক তৎপরতায় তা এখন শুণ্যের কোঠায় । আমরা চাই এর উথ্থান যাতে আর ঘটতে না পারে । সেদিকে সবাইকে দৃষ্টি রাখার আহবান জানান ।এসময় অন্যান্য বক্তারা বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা সহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উলেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যাদের অবদান অনস্বীকার্য।’বাংলাদেশের জন্মলগ্ন থেকে পুলিশ বাহিনীর হৃদয়ে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা প্রোথিত। পুলিশ বাহিনীর সদস্যরা দেশের গণতন্ত্রের অগ্রযাত্রার সহযাত্রী হয়ে নিরলসভাবে দায়িত্ব পালন সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছে পুলিশ সদস্যরা।’মত বিনিময় সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি মনিরুল ইসলাম ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments