মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeরাজনীতিলাখো জনতার শেষ শ্রদ্ধায় রংপুরে পারিবারিক কবরস্থানে রহিম উদ্দিন ভরসার দাফন সম্পন্ন

লাখো জনতার শেষ শ্রদ্ধায় রংপুরে পারিবারিক কবরস্থানে রহিম উদ্দিন ভরসার দাফন সম্পন্ন

জয়নাল আবেদীন: লাখো জনতার শেষ শ্রদ্ধা আর ভালোবাসায়সিক্ত রংপুরে দলমত ধর্ম গোত্র নির্বিশেষে নির্ভরতা ও ভরসার প্রতিক আলহাজ রহিম উদ্দিন ভরসা শুক্রবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্নের মধ্যে দিয়ে তাঁকে চির বিদায় জানালেন। বুধবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর । তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ থেকে দেশে এবং বাইরে চিকিৎসাধীন ছিলেন । তিনি ভরসা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপি‘র প্রতিষ্ঠাতা সদস্য পরবর্তীতে জেলা সভাপতির দায়িত্ব পালন করেন । ১৯৭৯ সালে রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসন থেকে সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রংপুর অঞ্চলে মসজিত মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ব্যাপক আর্থিক সহযোগিতা করে গেছেন । রহিম উদ্দিন ভরসা ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসনে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন । রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, ভরসা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে রংপুরের হারাগাছে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ময়েনউদ্দিন পাইকার। মৃত্যু কালে তিনি ২ স্ত্রী, ছয় ছেলে ও নয় মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যয়ী রেখে গেছেন ।বুধবার রাতে ধানমন্ডিতে প্রথম বৃহসপতিবার সংসদ প্লাজায় এবং শুক্রবার বাদ আসর রংপুর হারাগাঝ হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষ তাকে দাফন করা হয় রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার বিএনপি‘র নেতা কর্মী, বিভিন্ন হাফেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার ছাত্র এতিম প্রতিষ্ঠানের সদস্যগণ,ব্যবসায়ি শ্রমিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী সহ লাখো ভরসা ভক্ত জানাজায় অংশ নেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments