রবিবার, মে ২৬, ২০২৪
Homeসারাবাংলাকুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবি, ৪ শ্রমিক নিখোঁজ

কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবি, ৪ শ্রমিক নিখোঁজ

বাংলাদেশ প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরো ৯ শ্রমিক সাঁতরে তীরে উঠলেও অপর চারজন ভেসে নিখোঁজ হন।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া-পাবনা জেলার সীমানাসংলগ্ন নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে ১৩ জন শ্রমিকসহ ইঞ্জিনচালিত একটি নৌকা পদ্মা নদী পাড়ি দিয়ে কুমারখালী অভিমুখে আসছিল। এ সময় বৈরী আবহাওয়া এবং স্রোতের টানে নৌকাটি ডুবে যায়। এতে ১৩ জন শ্রমিকের মধ্যে ৯ জন সাঁতরে প্রাণ রক্ষা করতে পারলেও চার শ্রমিক পানির তোড়ে ভেসে নিখোঁজ হন।

খবর পেয়ে পাবনা ও কুমরাখালী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে ভরা বর্ষায় নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ শ্রমিকরা ভেসে দূরে চলে গেছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা প্রাথমিকভাবে ধারণা করছেন।

নিখোঁজ শ্রমিকরা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর, জামালপুর ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। এদিকে নিখোঁজদের উদ্ধারে ডুবুরিদলমকে খবর দেওয়া হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধার করেতে পারেনি।

কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার তৎপরতা চলছে। খুলনা থেকে ডুবুরিদল পৌঁছানোর পর সমন্বিতভাবে উদ্ধার কাজ শুরু হবে।

কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানান, নিখোঁজদের উদ্ধারের বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কুমারখালী ও পাবনার ফায়ার সার্ভিস টিমসহ রাজশাহীর ডুবুরিদল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments