মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeজাতীয়করোনা কাউকেই ছাড়ছে না : স্বাস্থ্যমন্ত্রী

করোনা কাউকেই ছাড়ছে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কোভিড (করোনা) কাউকেই ছাড়ছে না। কোভিড মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীকেও আক্রান্ত করেছে। তাই সাবধানের মাইর নেই। সাবধানতা অবলম্বন করলেই কোভিড ঠেকানো যাবে।’

মন্ত্রী বলেন, কোভিড নিয়ন্ত্রণে কেবল ভ্যাকসিন নয়, প্রয়োজন সবার সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

আজ রবিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সফলতা’র বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সারা দুনিয়া স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ৭-৮ মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে সফলতার সঙ্গে। যার স্বীকৃতি দিয়েছে বিশ্ব, যার স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার স্বীকৃতি দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার এর স্বীকৃতি দিয়েছেন।’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই কাজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু এখন ২০-৩০ জনে নেমে এসেছে। যেখানে প্রতিবেশী ভারতে এক হাজার মারা যাচ্ছেন। যুক্তরাষ্ট্রেও এক হাজার জন করে মারা যাচ্ছেন। অন্য সব দেশের সঙ্গে তুলনা করলে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু ‘এক লাখের বেশি হতো’।

জাহিদ মালেক বলেন, করোনাকালে কোভিডের পাশাপাশি নন-কোভিড সেবাও ‘ভালোভাবে’ দেয়া হয়েছে। কোনো স্বাস্থ্য সেবা থেমে থাকেনি। কোভিডের পাশাপাশি নন-কোভিড সেবা পুরোদমে দিতে পেরেছি। সব ধরনের স্বাস্থ্যসেবা ভালোভাবে বজায় রেখেছি।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments