শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeবিনোদনকিটো ডায়েট করতে গিয়ে মারা গেলেন অভিনেত্রী

কিটো ডায়েট করতে গিয়ে মারা গেলেন অভিনেত্রী

বাংলাদেশ ডেস্ক: কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট করে মারা গেলেন বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। বেঙ্গালুরে শুক্রবার রাতে মৃত্যু হয় তার।

শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট করছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে প্রাণ হারালেন মিষ্টি। বলিউডের বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি। বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘ম্যায় কৃষ্ণা হু’, ‘লাইফ তো লাগি হ্যায়’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘মণিকর্ণিকা’, ‘বেগমজান’-এর মতো ছবিগুলিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিষ্টি।

কাজ করেছেন তেলুগু ছবিতেও। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।
বলিউডে সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘কাঞ্চি, দ্য আনব্রেকেবল’ নামে এই ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন মিষ্টি। ২০১৪ সালে মুম্বাইয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে পর্নোগ্রাফি ছবির সিডি উদ্ধার হওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল সেই সময়। তার বাবা এবং ভাই সেই মামলায় গ্রেফতারও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জামিনে মুক্তি পান তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments