মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয়করণ দিবস উদযাপন

সাঁথিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয়করণ দিবস উদযাপন

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাঁথিয়া জেলা পরিষদ অডিটরিয়ামে সংগঠনের সভাপতি আবুল কাশেম মোহন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই মাস্টারের পরিচালনায় অনুষ্টিত এ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড: শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ’লীগের সহসভাপতি হাসান আলী খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,আজিজুল হক প্রমুখ। প্রধান অতিথি এ্যাড.শামসুল হক টুকু বলেন, আ’লীগ ক্ষমতায় থাকলে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি হয়। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু একযোগে সকল প্রাথমিক স্কুল জাতীয়করণ করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একযোগে দেশের ২৬ সহ¯্রাধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে অবহেলিত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন।শিক্ষকদের উচিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments