শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলামুজিববর্ষে সাঁথিয়ায় নতুন ঠিকানা পাচ্ছেন ৩৭২ পরিবার

মুজিববর্ষে সাঁথিয়ায় নতুন ঠিকানা পাচ্ছেন ৩৭২ পরিবার

আব্দুদ দাইন: ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ন্যায় সাঁথিয়া উপজেলায় ভ‚মিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ‘স্বপ্নের নীড় ’পাচ্ছেন নতুন ঠিকানা। মুজিবশতবর্ষ উপলক্ষে আগামী ১৫ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১ম পর্যায় গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ আশ্রয়ন প্রকল্পের ঘরগুলি উদ্বোধনের মাধ্যমে গৃহহীনদের মাঝে হস্তান্তর কথা রয়েছে। সাঁথিয়া প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মুজিবশতবর্ষ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের ৩৭২টি পরিবার গৃহহীন আশ্রয়ন প্রকল্পে প্রায় ৬ কোটি ৩৬ লাখ ১২হাজার টাকা ব্যয়ে নির্মিত দুই শতক জমিসহ সেমিপাকা ঘর পাবে। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুইটি কক্ষের আবাসন। আরও থাকছে একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। প্রতিটি ঘরের নির্র্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৭১হাজার টাকা। সূত্রমতে ঘরগুলো টেকসই ও মানসম্মত করতে জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছেন। ইতোমধ্যে ঘরগুলি নির্মাণ কাজের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে। স্থানীয় সাংসদ এ্যাড. শামসুল হক টুকু জানান,প্রধানমন্ত্রীর অঙ্গীকার মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রকৃত ভ‚মিহীন ও গৃহহীনরাই পাবেন এ ঘরগুলো। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন। ঘর বরাদ্দে যাতে কেউ কোন ধরনের অনৈতিক সুযোগ- সুবিধা না নিতে পারে এবং নির্মাণাধীন ঘরের কাজের মান শতভাগ ঠিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments