রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাপাঁচবিবি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৩টি গরুসহ গাঁজা আটক

পাঁচবিবি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৩টি গরুসহ গাঁজা আটক

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ৩টি গরুসহ ১০ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার গভীর রাতে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে প্রবেশের সময় উপজেলার হাটখোলা ও ভাইগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব আটক করে। হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, রবিবার রাতে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে চোরাকারবারীরা হাটখোলা সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে গরু পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের টহলদলের সদস্যরা সেখানে অবস্থান নেয়। এসময় একদল চোরাকারবারী গরু নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো রেখে তারা পালিয়ে যায়। পরে গরু ৩টি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। অপরদিকে একই রাতে অপর এক অভিযানে ভাইগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন,জয়পুরহাট-২০ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটোর নির্দেশে পরবর্তীতে প্রকাশ্যে নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রয় করা হবে বলেও জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments