রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসাহিত্যকবিতাতোমার পড়ন্ত যৌবনে আমাকে সঙ্গী কর : আদিত্য রহমান

তোমার পড়ন্ত যৌবনে আমাকে সঙ্গী কর : আদিত্য রহমান

নবযৌবন
আদিত্য রহমান

তোমার পড়ন্ত যৌবনে আমাকে সঙ্গী কর
আমার খাঁটি প্রেম তোমাকে নবযৌবন দিবে।
পরিপাটি দেহের ধূসর পাপড়ি গুলো ঝরিয়ে
সেখানে গোলাপ পাপড়ি নবায়ন করা হবে।
আমি তোমার দীপ্ত হৃদয়ের দখলদারি চাই
যেখানে বহু মূল্যের মণি মুক্তো ছড়িয়ে আছে।
তোমার সুডৌল দেহের লোভ আমার খুব নেয়
যা আছে ওই প্রশস্ত ললাট আর মিষ্টি ঠোঁটে।
জীবনের প্রান্তে এসে আমাকে ভালোবাসো সত্য প্রেমের ছোঁয়ায় তুমি নতুন করে বাঁচবে।
আমার প্রস্তাব অগ্রাহ্য করো না কবুল কর
হৃদয়ে আমার আগমন তোমাকে পূর্ণতা দিবে।
আমি নদী হয়ে তোমার সাগর বুকে ঠায় নেবো
তোমার বুকে হারিয়ে আমি হব অস্তিত্বহীন।
তোমার দেহের লবণ জল আমার বাঁচার ভরসা
আমার ছোঁয়ায় তুমি হবে নবযৌবনা চঞ্চলা।
সমস্ত দেহসত্তা দিয়ে আমি তোমাকে পূর্ণ করব
তুমি শত কাল ভরা যৌবনে দাঁড়িয়ে থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments