আম কাঁঠালের ছুটি
গোলাপ মাহমুদ সৌরভ
সকাল বেলা উঠে খোকন
খায় যে আঠার রুটি,
কালকে থেকেই স্কুল বন্ধ
আম কাঁঠালের ছুটি ।
বলো না মা কখন যাবো
ছোট মামার বাড়ি,
মামার বাড়ির পাকা আম
খাবো আমি পাড়ি।
ডালে ডালে আম পেকেছে
আরো পেকেছে লিচু,
জাম পেয়ারা সব পেকেছে
সঙ্গে আনবো কিছু।
মামার বাড়ির মিষ্টি আম
খেতে কিযে মজা,
পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণে
মনটা হয় যে তাজা।
কাল সকালে রওনা হবো
উঠে ট্রেনের গাড়ি,
নইলে মাগো তোমার সঙ্গে
আমি দেবো আড়ি।