প্রবাসে বাংলাভাষা
এম. শাহেদ সারওয়ার
জগৎপানে ভূমিষ্ট হয়ে যে নামটি শুনতে পেলাম
মধুরমাখা বাংলা ভাষায় সে প্রিয় নামটি হলো ’মা’
সকলের প্রিয় মোদের ভাষা আমরি বাংলাভাষা
বাংলাভাষার অবিশ্বাসী হলে, নাইযে তাদের ক্ষমা।
কত যতনে মা শিখিয়ে দিলেন বাংলাভাষার বর্ণমালা
সে বর্ণমালা দেখে মোদের মন কাননে করে খেলা
কত তাজা রক্তে রঞ্জিত হয়ে বাংলাভাষার অক্ষর লেখা
বিশ্বের মাঝে মধুর বাংলাভাষা কখনও না অবহেলা।
পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়াছে বাংলার দামালেরা
ভিন্ন জাতির মাঝে বাংলাভাষার সুর ছড়ায় প্রবাসীরা
বাংলা মায়ের বাংলাভাষার উদ্দীপনায় দিয়েছে যারা প্রাণ
প্রবাসীরা স্মৃতিচারণ করে বাংলাভাষা রক্ষায় তাদের অবদান।
সেদিন মা বাবা বললো যাবি নাকি বিদেশে?
সংসারের একটু সচ্ছল আনতে হচ্ছেনা তো দেশে
আজ্ঞাস্বরে বলিলাম আশাতো ছাড়িনি এইদেশে
স্বমস্বরে বলিল দুইজনেই বাংলাভাষাও আছে সেদেশে।
আমি কিন্তু বাংলাভাষা বিণে ভিন্নভাষায় বড্ড শরমিন্দা
অভাবের সংসারে তাঁরা কহিল,
চলে যা বিদেশে রপ্ত করিস সবভাষা করিসনে পরনিন্দা।
সে বাংলা মায়ের মধুরভাষা বুকে ধারণ করে থাকি প্রবাসে
বিশ্বের মাঝে অন্যভাষা রপ্ত হলেও সব বাংলাভাষার শেষে।
তাই বলি, মধুরভাষা মাতৃভাষা
প্রাণের ভাষা
এ ভাষায় আছে অধিকার
সকল জাতির সকল জনতার।