মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় নির্বাচনী সহিংসতায় নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

চান্দিনায় নির্বাচনী সহিংসতায় নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

মো. ওসমান গনি: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চান্দিনায় গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত এলডিপি কর্মী মজিবুর রহমান এর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এলডিপি মহাসচিব। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২টায় চান্দিনা পৌরসভাধীন ইন্দ্রারচর এলাকায় নিহত মজিবুর রহমান এর স্ত্রী শাহনাজ এর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এছাড়া নিহতের তিন মেয়ে ও এক ছেলের লেখাপড়ার দায়িত্ব নেন তিনি। নিহত মজিবুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের সুজাত আলীর ছেলে। সে চান্দিনার বেলাশহর-ইন্দ্রারচর এলাকায় ভাড়াটে বাসায় বসবাস করার সুবাদে ওই এলাকার ভোটার। সে চান্দিনার একটি পোল্ট্রি ফিড বিক্রয় প্রতিনিধির কার্যালয়ে কর্মরত ছিল। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় চান্দিনা পৌর এলাকার ৪নং ওয়ার্ড পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মজিবুর রহমান। অনুদান প্রদানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর আবু তাহের, চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদল নেতা মো. অলি উল্লাহ অলি প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments