বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeব্রেকিং নিউজমৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ,দূরপাল্লার বাসছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ,দূরপাল্লার বাসছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক

মোঃ জালাল উদ্দিনঃ সারাদেশব্যাপী বিএনপি’র ডাকা তিনদিনের অবরোধ মৌলভীবাজারে সকাল থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়ক-সহ শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচী করেছে বৃহস্পতিবার ০২ নভেম্বর ২০২৩ইং, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শমসেরনগর সড়কে গিয়ে পথসভা কর্মসূচী অনুষ্ঠান হয়। এ সময় যানবাহন আটকিয়ে অবরোধ কর্মসূচী পালন করতে সাধারণ মানুষকে আহবান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন বকশ্, জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোঃ মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, জেলা বিএনপি’র অর্থ-সম্পাদক ও পৌর বিএনপি সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ গাজী মারুফ, পৌর কাউন্সিলর ও জেলা বিএনপি’র সদস্য মোঃ আনিছুজ্জামান বায়েছ, যুবদল নেতা মোঃ সেলিম সালাউদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আহমেদ আহাদ, জেলা ছাত্রদল সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনায়েম কবির, পৌর বিএনপি’র সিনিয়র নেতা রুনু আহমদ, পৌর ২নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শমীম আহমদ, পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমেদ-সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
এ দিকে সড়কে দূরপাল্লার বাস ছাড়া সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে। শহরে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে, সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থানা পুলিশের সদস্যরা। সকালে শেরপুর হাইওয়ে সড়কে  সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকেল) আজমল হোসেন, মডেল  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে টহলে দেখা যায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। শেরপুর হাইওয়ের  অংশে বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments