আজকের কাগজ: সিলেট থেকে ঢাকায় ইন্টারভিউ দিতে এসে প্রাণ গেল এক নারী চিকিৎসকের। তার নাম আক্তার জাহান রুম্পা (২৮)। তিনি চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। তার বাবার নাম আখতারুজ্জামান।
জানা গেছে, সিলেটের ওসমানীনগর বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন রুম্পা। তিনি সিলেট থেকে ঢাকায় আই হাসপাতালে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসেন। ইন্টারভিউয়ে অংশ নিতে মঙ্গলবার সকালে সিএনজি অটোরিকশাযোগে শ্যামলী যাচ্ছিলেন রুম্পা। এ সময় তেজগাঁওয়ের বিজয় সরণিতে একটি বাস চাপা দিলে তার মৃত্যু হয়।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুম্পার লাশ শানাক্ত করেন স্বজনরা।