শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে জীবিত স্বজনদের মৃত দেখিয়ে আসামীর জামিন

জয়পুরহাটে জীবিত স্বজনদের মৃত দেখিয়ে আসামীর জামিন

এস এম শফিকুল ইসলাম: মাদকের পৃথক তিনটি মামলায় জেলহাজতে থাকা তিন আসামীর জীবিত বোন, স্ত্রী ও বাবাকে মৃত দেখিয়ে আদালত থেকে জামিন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট ও পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আসামীরা পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের ইব্রাহিম হোসেন (৩০), পাঁচবিবি পৌরসভার বালিঘাটা বাজারের আমির হোসেন ওরফে সোহেল (২৬) এবং বাগজানা ইউনিয়নের কয়া গ্রামের আতোয়ার হোসেন (৩৫)। এদের মধ্যে আসামী ইব্রাহিম হোসেন জয়পুরহাট সদর থানার ১৫ নম্বর মামলার আসামী, আমির হোসেন পাঁচবিবি থানার ৫৬ নম্বর এবং আতোয়ার হোসেন একই থানার ৬৩ নম্বর মামলার আসামী। এ ঘটনা জানাজানির পর ধার্য তারিখে উপস্থিত না হওয়ায় আসামী আতোয়ারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেছে আদালত। পাশাপাশি পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পৃথকভাবে মৃত তিন ব্যক্তির প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত। আদালত সুত্রে জানা গেছে, জামিন নেওয়ার সময় আসামী ইব্রাহিম হোসেনের জীবিত বোন আনোয়ারা বেগম, আমির হোসেনের জীবিত স্ত্রী ইয়াসমিন এবং আতোয়ার হোসেনের জীবিত বাবা নাজির উদ্দিনকে মৃত দেখানো হয়েছে। প্রমাণ হিসেবে পাঁচবিবি পৌরসভা, বাগজানা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ থেকে জীবিত ব্যাক্তিদের নামে মৃত্যু সনদ নিয়ে সেগুলো আদালতে দাখিল করা হয়েছে। তবে ওইসব সনদ মিথ্যা, জ্বাল ও ভূয়া দাবি করে ওই তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবীর কাছে প্রত্যয়ন পত্র পাঠানো হয়েছে। যেখানে মৃত ওই ব্যক্তিরা আজও জীবিত আছেন বলেও জানানো হয়েছে। থানা সুত্রে জানা গেছে, গত বছরের ১১ ডিসেম্বর জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আসামী ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করে মাদক বিরোধী অভিযান দল। ওইদিনই জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আসামী আমীর হোসেনকে গত বছরের ১৯ নভেম্বর পাঁচবিবি পৌরসভার বালিঘাটা বাজার কলোনীর বাড়ি থেকে ২০ পিস ইয়াবাসহ পুলিশ আটক করে। পরের দিন ২০ নভেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়। একইভাবে আসামী আতোয়ারকে ১৮ বোতল ফেন্সিডিল সহ গত বছরের ২১ নভেম্বর পাঁচবিবি’র আয়মা রসুলপুরের ছোট মানিক মোড় থেকে ইজি বাইকসহ পুলিশ

আটক করে। ওইদিন রাতেই ইজিবাইক চালকসহ তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা করে তাকেও জেলহাজতে পাঠানো হয়। আদালত সুত্রে জানা গেছে, আসামী আতোয়ার হোসেন এর জেলা জজ আদালতে ধার্য তারিখ ছিল ৮ জানুয়ারী। কিন্তু ২৭ ডিসেম্বর তার জীবিত পিতা নাজির উদ্দিনকে মৃত দেখিয়ে তার আইনজীবী নাজমুল ইসলাম জনি জামিন প্রার্থনা করেন। মৃত্যুর প্রমাণ পত্র হিসেবে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হকের স্বাক্ষর করা মৃত্যুর প্রত্যয়ন পত্রও দাখিল করা হয় আদালতে। আদালত বিষয়টি বিবেচনা করে আসামী আতোয়ারকে অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন। ৮ জানুয়ারী আতোয়ার হাজির না হওয়ায় জেলা জজ আদালতের বিচারক মমতাজ পারভিন জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং মৃত্যুর বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ১৪ জানুয়ারী আদালতে প্রতিবেদন দাখিল করেন। যেখানে আসামী আতোয়ারের বাবা নাজির উদ্দিনের ছবিসহ জানানো হয় তিনি জীবিত আছেন। আসামী আমীর হোসেন সোহেল এর মামলার ধার্য তারিখ ২৩ জানুয়ারী থাকলেও একই আইনজীবী তার স্ত্রী ইয়াসমিনের পাঁচবিবি পৌর মেয়রের মত্যৃর সনদ দাখিল করে ৩১ ডিসেম্বর অন্তবর্তীকালীন জামিন করে নেন। আদালতকে জানানো হয় আসামী আমীরের স্ত্রী ইয়াসমিন জামিনের দিন প্রসব বেদনায় মৃত্যুবরণ করেছেন। মাদকের অপর মামলার আসামী ইব্রাহিম হোসেনের ১৪ জানুয়ারী ধার্য তারিখ থাকলেও বোন মারা যাওয়ার মিথ্যা তথ্য প্রমাণ দিয়ে ১৯ ডিসেম্বর জামিন করে নেন আইনজীবী নাজমুল ইসলাম জনি। এ ক্ষেত্রে তিনি কৌশলে জামিনের আবেদন পত্রে জেষ্ঠ আইনজীবী সুলতান আলম মোল্লার স্বাক্ষর নিলেও শুনানীতে তিনিই অংশ নিয়েছেন। তিনি আদালতকে জানান আসামীর বোন আনোয়ারা বেগম ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেছেন। আইনজীবীর দাখিল করা তথ্য প্রমাণ বিবেচনা করে পরবর্তী ধার্য তারিখ ১৪ জানুয়ারী পর্যন্ত আসামী ইব্রাহিমের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন অবকাশকালীন জজ এ.বি.এম মাহমুদুল হক। ১৪ জানুয়ারী আসামী ইব্রাহিম আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জেলা জজ আদালতের বিচারক মমতাজ পারভিন। একই সাথে তিনি আসামীর বোনের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আসামী আতোয়ার হোসেনের বাবা নাজির উদ্দিন বলেন,‘ছেলে হাজতে থাকার পর আইনজীবী নাজমুল ইসলাম জনি ও তার মুহুরির কাছে জামিনের জন্য যাই। তারা আমার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেয়। ছেলের জামিনের পর জানতে পারছি আমাকে মৃত দেখিয়ে ছেলের জামিন নেওয়া হয়েছে। এখন বাড়িতে পুলিশ ও সাংবাদিক আসছে। আমরা এর কিছু জানিনা। আসামী আমীর হোসেন সোহেল এর মা আমেনা বেগম বলেন,‘আমীরের জামিনের বিষয়ে কিছুই জানিনা। আমরা আইনজীবীকে কোন কাগজপত্র ও দেইনি। পরে শুনছি বউমা ইয়াছমিনকে মৃত দেখিয়ে আমীরের জামিন করা হয়েছে। যা করেছে আইনজীবী করেছে আমরা কিছুই জানিনা। পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন,‘বালিঘাটা বাজারের আসামী আমীর হোসেন সোহেল এর স্ত্রী ইয়াছমিনকে মৃত দেখিয়ে আমার পৌরসভা থেকে একটি মিথ্যা ও জ্বাল মৃত্যুর প্রত্যয়নপত্র আদালতে দেখানো হয়েছে। বিষয়টি জানার পর

আমি রাষ্ট্র পক্ষের আইনজীবীর কাছে লিখিত ভাবে জানিয়েছি ওই মৃত্যুর সনদ আমার পৌরসভা থেকে ইস্যু করা হয়নি। আসামীর স্ত্রী ইয়াছমিন বেঁচে আছেন। বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বলেন,‘আসামী আতোয়ার হোসেনের বাবা নাজির উদ্দিন আজও বেঁচে আছেন। তাঁকে মৃত দেখিয়ে আমার পরিষদের জ্বাল প্রত্যয়নপত্র আদালতে দাখিল করা হয়েছে। আমি আইনজীবী সমিতিকে বিষয়টি জানিয়েছি। মামলার আইনজীবী নাজমুল ইসলাম জনি তিনটি মামলায় জামিন শুনানীতে অংশ নেওয়ার কথা স্বীকার করলেও আসামীদের তদবিরকারীদের দেওয়া তথ্য আদালতে উপস্থাপন করেছেন বলে দাবি করেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন,‘অবকাশকালীন আদালতে তদবিরকারীদের দেওয়া তথ্য ভুল না সঠিক তা ব্যাখ্যা করার সুযোগ নাই। আমরা সরল বিশ্বাসে তাদের দেওয়া তথ্য আদালতে উপস্থাপন করি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন,‘মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জামিন নেওয়া তিনটি মামলার বিষয়ে আদালত থেকে প্রতিবেদন দাখিলের নির্দেশ পেয়ে ইতোমধ্যে দুটির প্রতিবেদন জমা দিয়েছি। মৃত দেখানো ব্যক্তিরা সবাই জীবিত আছেন। অন্যটির কাজ চলছে। জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন,‘মাদকের তিন মামলার আসামীর বাবা,স্ত্রী ও বোন জীবিত থাকা সত্বেও তাদের মৃত দেখিয়ে অবকাশকালীন আদালত থেকে জামিন নেওয়া হয়েছে। ঘটনাটি নি:সন্দেহে আমাদের জন্য লজ্জাজনক। আমরা চাই তদন্তের মাধ্যমে আইনজীবীসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments