মারুফা মির্জা: ঢাকা থেকে বাসে নিজ বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে ফেরা পথে নিখোঁজ ভিখারী ছুরাতন বেগমের (৭৫) সন্ধ্যান ৫ দিনেও পাওয়া যায়নি। এ কারনে তার পরিবার বিমর্ষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। স্বজনেরা প্রিয় মানুষটির খোঁজ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। জানা যায়, এনায়েতপুর থানার বেতিল আজগড়া সরকারী ওয়াপদা বাধ জলাশয়ের পাড়ের বাসিন্ধা মৃত মোসলেম মোল্লার স্ত্রী ভুমিহীন বৃদ্ধা ভিখারী ছুরাতন বেগম কিছু দিন আগে ঢাকার আশুলিয়ার জামগড়ায় রিক্সা চালক মেয়ের জামাই আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যায়। এরপর গত ১৫ ফেব্রুয়ারী শুক্রবার সকালে তার মেয়ে সোনেকা বানু ছুরাতন বেগমকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রী বোঝাই বাসে উঠিয়ে দেয়। তখন বাসটির সুপারভাইজারকে ভাড়া দিয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে তার মাকে নামিয়ে দিতে বলে। বিকেলে বাড়িতে তারা খোঁজ নিলে তার মা পৌছেনি বলে জানানো হলে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর আশুলিয়া, এলেঙ্গা, রাজশাহী, কড্ডার মোড় সহ বিভিন্ন স্থানে খুজেও তাকে পাওয়া যায়নি। যে কারনে গত ১৭ ফেব্রুয়ারী আশুলিয়া থানায় ১২১১ নম্বর জিডি করা হয়েছে। এ ব্যাপারে নিখোঁজ ছুরাতন বেগমের মেয়ের জামাই আনোয়ার হোসেন এবং নাতী শরিফুল ইসলাম জানান, তাকে খুজে না পেয়ে আমরা খুবই চিন্তিত। তার শরীরের রং কালো, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। যদি তার সন্ধ্যান দিতে পারেন তাহলে ০১৭২০-৬২৯৩৪৫ নম্বরে যোগাযোগের অনুরোধ রইলো। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই রফিকুল ইসলাম জানান, আমরা সাধ্যনুয়ারী চেষ্টা করছি তাকে উদ্ধারের জন্য। থানা গুলোতে বার্তা প্রেরন করা হয়েছে।