সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeআন্তর্জাতিকআমি অলৌকিক কিছু করতে পারব না: প্রিয়াংকা

আমি অলৌকিক কিছু করতে পারব না: প্রিয়াংকা

কাগজ ডেস্ক: আমার কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। কারণ আমি অলৌকিক কিছু করতে পারব না।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নেতাকর্মীদের উদ্দেশে কংগ্রেসের নতুন সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ভদ্র এসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তবে দলের নেতাকর্মীরা প্রিয়াংকাকে পেয়ে বেশ উৎফুল্ল। তারা বলছেন- আপনাকে পেয়ে আমরা ইন্দিরা গান্ধীর অভাব ঘোচাতে চাই।
প্রিয়াংকা তৃণমূল পর্যায়ের নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। নেতাকর্মীরা রানী লক্ষ্মী বাঈয়ের একটি ভাস্কর্য প্রিয়াংকাকে উপহার দেন।
রাজনীতিতে পা রাখার পর থেকে দিনরাত সময় দিচ্ছেন প্রিয়াংকা পার্টির জন্য। গত সপ্তাহজুড়ে তিনি সভা করেন লখনৌয়ের নেতাকর্মীদের সঙ্গে।

কংগ্রেসের নেতাকর্মীরা বলছেন, তারা প্রিয়াংকাকে পেয়ে আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জীবিত। আসন্ন নির্বাচনে কংগ্রেস অবশ্যই ভালো করবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments