শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাখাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ

কাগজ প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা সদরের খবংপুড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। এরমধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনে ভাড়া দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাশের থাকা ঘরে (মুদি দোকানসহ ঘর) ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীসহ ৭ জন দগ্ধ হন। এরমধ্যে প্রথম চারজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাঙ্গালী তিনজনের বাড়িই চট্টগ্রামের হাটহাজারীতে বলে জানা গেছে।বিস্ফোরণের ঘটনায় দোকানঘরের ওয়াল ভেঙে যায়। ইয়ংস্টার ক্লাবের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা দগ্ধদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়।

দগ্ধরা হলেন- ভূবন বিকাশ চাকমা (৫০), আব্দুল হামিদ (২৩), জমির (২২), মাহমুদুল্লাহ (২৬), নিউটন চাকমা (২৫), মহিরঞ্জন চাকমা (৪৬) ও তার স্ত্রী মিনতি চাকমা (৩৬)।

দগ্ধ মিনতি চাকমা আজকের কাগজকে বলেন, দোকানের পেছনের অংশে আমরা থাকি। ঘটনার সময় আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি বিকট শব্দে গুদামটির দেওয়াল ভেঙে পড়েছে।

অপর আহত নিউটন চাকমা বলেন, ঘুমের ঘোরে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আমরা চুল, মুখ, পায়ের পাতায় আগুন লেগে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা আজকের কাগজকে জানান, গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো করা হয়েছে। অপর তিনজনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সিলিন্ডার বিস্ফোরণে নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অভিযোগ রয়েছে আহত ওই তিন বাঙ্গালী দিয়ে ব্যবসায়ী কেনটন চাকমা গুদামে সিলিন্ডারের গ্যাস কমানো বাড়ানোর কাজ করাচ্ছিলেন। এতেই বিস্ফোরণ ঘটে। এমন ঘটনার ইঙ্গিত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন আজকের কাগজকে জানান, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments