শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলামান্দারী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

মান্দারী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

রবিউল ইসলাম: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মান্দারী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র ও মান্দারী বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সংগঠন মান্দারী বাজার বণিক সমিতির কার্যকরী কমিটি নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এবারের নির্বাচনে সমিতির কার্যকরী কমিটির ১১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২, সহ-সাধারণ ২, কোষাধ্যক্ষ পদে ৩, দপ্তর সম্পাদক পদে ৩, সাংগঠনিক সম্পাদক পদে ৩, সমাজকল্যাণ সম্পাদক পদে ২, আন্তর্জাতিক সম্পাদক পদে ৩ এবং দুটি নির্বাহী সদস্য পদে ৩ প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ১০২। নির্বাচিতরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম পাটওয়ারী বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবুও যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যে ভোট কেন্দ্র ও মান্দারী বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে পুলিশের টহল টিম কাজ করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments