বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মহাসড়কে বাড়তি বাস ভাড়ায় আদায়

উল্লাপাড়ায় মহাসড়কে বাড়তি বাস ভাড়ায় আদায়

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চলাচলকারী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় বন্ধে জোরালো তৎপরতা নিয়ে মাঠে নেমেছে। লোকাল বাসগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া না নিতে বাসচালক ও সুপারভাইজারদেরকে মৌখিক ভাবে তা জানানো হচ্ছে। বগুড়া-নগরবাড়ি মহাসড়কে গত ক’দিন হলো উল্লাপাড়া, সিরাজগঞ্জ রোড থেকে বিভিন্ন গন্তব্যে যেতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এ মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি, লেগুনা সহ অন্যান্য নিষিদ্ধ ঘোষিত বাহনের চলাচল বন্ধ করে দেওয়ায় লোকাল সার্ভিসের বাসগুলো যাত্রীদের ভীড়ের সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায় করে আসছিল বলে জানা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় সিরাজগঞ্জ রোড গলচত্তর হয়ে বগুড়া-পাবনা মহাসড়কের তাদের অংশে নিষিদ্ধ ঘোষিত যানবাহন গুলোর চলাচল বন্ধ থেকেছে। সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সামাদ সরকার জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগ পেলে অবশ্যই তা যেন না নেওয়া হয় সে বিষয়ে পদক্ষেপ নিবেন। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ কর্তৃপক্ষ বাড়তি ভাড়া আদায়ে বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নিবেন বলে জানানো হয়। এর পাশাপাশি স্থানীয় তেল প্যাম্প গুলো হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করতে আহবান জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments