বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাশবে বরাতে রংপুর মহানগর এলাকায় আতশবাজি- পটকা নিষিদ্ধ

শবে বরাতে রংপুর মহানগর এলাকায় আতশবাজি- পটকা নিষিদ্ধ

জয়নাল আবেদীন: রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। আর এই রাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সোমবার সকাল ছয়টা পর্যন্ত বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)। রংপুর মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ (আরপিএমপি) অধ্যাদেশের অর্পিত ক্ষমতাবলে পুলিশ (আরপিএমপি)। কমিশনার মোহা আব্দুল আলীম মাহমুদ এ নির্দেশ দেন। তিনি নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। শনিবার রাত১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে এক প্রেস বিঞ্জপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments