শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুর মেঘনার ভাঙন থেকে ভিটে-মাটি বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুর মেঘনার ভাঙন থেকে ভিটে-মাটি বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

মো: রবিউল ইসলাম: মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা। যার ফলে বসতভিটা, কৃষি জমি, বাজার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাসহ গোটা জনপদ হারানোর ভয়ে চরম আতঙ্কে রয়েছেন দুই উপজেলার প্রায় ৭ লাখ মানুষ। অবিলম্বে নদী ভাঙন রোধ না করলে দেশের মানচিত্র থেকে উপজেলা দুটির বিশাল অংশ মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় ‘কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শত শত মানুষ নদীর পাশে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনের আয়োজন করে এসময় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে উপজেলা দুটিকে রক্ষার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম , সাবেক ভাইস চেয়ারম্যান মাও: হুমায়ন কবির, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও: গিয়াস উদ্দিন, কবির হোসেন, আবদুল হাসেম প্রমুখ। বক্তারা বলেন, বিগত ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমলনগর-রামগতি মেঘনার ভাঙ্গণ থেকে রক্ষা করতে দ্রুত বাঁধ নির্মাণ করার নির্দেশ দেন। পরে ৩৭ কি: মি: বাঁধের প্রকল্প অনুমোদন হলেও ১০ বছরে মাত্র ৫ কি: মি: বাঁধ নির্মাণ করা হয়। প্রথম ধাপে ৫ কি: মি: কাজ ২০১৭ সালে শেষ হয়। রামগতি অংশের মাত্র ৪ কি: মি: কাজ বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে নির্মাণ করা হলেও কমলনগরের ১ কি: মি: কাজ ঠিকাদার দিয়ে নির্মাণ করলে তা ১ বছরে ৮ বার ভেঙ্গে যায়। তাই আসন্ন বর্ষার পূর্বে ২য় ধাপের কাজ শুরু করে ৩২ কি: মি: এলাকা রক্ষা করার জন্য জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়।

বক্তারা আরও বলেন, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩১টি বড় হাট বাজার, ৩৫টি স্কুল, কলেজ ও মাদরাসা, ৩০টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ৫২টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, ৪০০ কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা, ৩৭ কিলোমিটার বেড়ীবাঁধ, ৫০ হাজার একর ফসলি জমি, ৪৫ হাজার ঘরবাড়িসহ কয়েক হাজার কোটি টাকার সরকারি-বেসরকারী স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন দুই উপজেলার প্রায় ৭ লাখ মানুষ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments