বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে চালককে পিটিয়ে হত্যার অভিযোগে রংপুরের চার জেলায় পরিবহন ধর্মঘট শুরু

চট্টগ্রামে চালককে পিটিয়ে হত্যার অভিযোগে রংপুরের চার জেলায় পরিবহন ধর্মঘট শুরু

জয়নাল আবেদীন: গোয়েন্দা পুলিশের পরিচয়ে জালাল উদ্দিন নামে এক বাস চালককে চট্টগ্রামে পিটিয়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে রংপুর বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। একই সাথে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে । এই কর্মসূচীর বিষয়টি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘আমাদের এক সহকর্মীকে ডিবি পুলিশ পরিচয়ে বাস থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডে মর্মাহত। বিভাগীয় নেতাদের সিদ্ধান্তে বৃহস্পতিবার রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলাতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এছাড়া আমরা রংপুরে মহানগর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছি। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে রংপুর বিভাগের আট জেলাতেই ধর্মঘট দেয়া হবে।’ উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় শ্যামলী পরিবহনের চালক জালাল উদ্দিনকে ডিবি পুলিশ পরিচয়ে বাস থেকে নামিয়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments