শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাফণী'র আঘাতে সিরাজগঞ্জে বটগাছ ভেঙে পড়ে দু'জন নিহত, আহত ১০

ফণী’র আঘাতে সিরাজগঞ্জে বটগাছ ভেঙে পড়ে দু’জন নিহত, আহত ১০

কাগজ প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ঝড়ো হাওয়ায় সিরাজগঞ্জের কাজিপুরে বটগাছ ভেঙে পড়ে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার ভানুডাঙ্গা বাজারে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরভানুডাঙ্গা সোহাগী পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ইসমাইল হোসেন (৬০) ও একই গ্রামের বকুলের মেয়ে বিথী আকতার (৭)।
কাজিপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কাজিপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিপাত হয়। ঝড়ের কারণে ভানুডাঙ্গা বাজারে অবস্থিত বড় একটি বটগাছ ভেঙে পড়ে যায়। এতে গাছের নিচে পড়ে অন্তত ১০জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়া হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল হোসেন ও বিথি নামে দু’জন মারা যায়। এসময় গাছ ভেঙে পড়ার কারণে প্রায় ৫টি দোকান ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments