বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের তিনদিন ব্যাপী নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

পাবনায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের তিনদিন ব্যাপী নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

কামাল সিদ্দিকী: পাবনার গয়েশপুর ইউনিয়ন পরিষদের হল রুমে তিনদিন ব্যাপী গয়েশপুর প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের সদস্যদের নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। প্রশিক্ষণের সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মনোয়ার হোসেন, ডিস্টিক ফ্যাসিলেটর, লোকাল গর্ভামেন্ট সার্পোট প্রোজেক্ট (এলজিএসপি-৩) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মোতাই। প্রতীক মহিলা ও শিশু সংস্থা’র আয়োজনে এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েল্ধসঢ়;থ ফাউন্ডেশন এর সহযোগিতায় পিআরপিডি-সিআই প্রকল্পের আওতায় গয়েশপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দুইজন করে প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে ১৮ সদস্য বিশিষ্ট একটি স্ব-সহায়ক দল গঠন করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর তফসিল, ধারা-২(৭) এর উপ-ধারা ৩ (স্বাস্থ্যসেবা), ৫ (প্রবেশগম্যতা), ৯ (শিক্ষা ও প্রশিক্ষণ), ১০ (কর্মসংস্থান), ১১ (সামাজিক নিরাপত্তা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গোল ৩ (স্বাস্থ্য), ৪ (শিক্ষা) এবং গোল ৮ (কর্মসংস্থান) বাস্তবায়নের লক্ষে ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দল গঠন করে তাদের অধিকার সচেনতন করার উদ্দেশ্যে প্রতীক যে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে আমি তাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের অনুরোধ করবো কেবলমাত্র আপনাদের প্রকল্প এলাকায় নয়, সমস্ত পাবনা জেলায় আপনারা এ কার্যক্রম বাস্তবায়ন করুন তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা বেশীমাত্রায় উপকৃত হবে। সভাপতির বক্তব্যে গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ প্রদানের জন্য একলক্ষ টাকার একটি প্রকল্প এলজিএসপি-৩ প্রকল্পে জমা দিয়েছে। টাকা পেলে আপনাদের সঙ্গে নিয়ে সহায়ক উপকরণসমূহ বিতরণ করবো। তিনি দৃষ্টি প্রতিবন্ধী সদস্য হাজেফ মো: আজগর আলীকে একটি সাদা ছড়ি প্রদান করেন। স্ব-সহায়ক দলের সদস্যদের মধ্যে থেকে বক্তব্য দেন দলের সভাপতি মোছা: শিউলি খাতুন এবং সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদ থেকে আরও বেশী টাকা বরাদ্দ রাখার অনুরোধ করেন এবং শেলাই মেশিনসহ আয়বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেয়ার জন্য অনুরোধ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আয়োজক সংস্থার প্রকল্প কর্মকর্তা মো: আতিকুর রহমান এবং নির্বাহী পরিচালক এস এম সাইফুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments