শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর প্রত্যাশিত জিপিএ-৫ না পাওয়ায় আসফিয়া মুন্না নিপা (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করছে। সোমবার দুপুরে ঘাটাইল সদর হাসপাতালের পেঁছনে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত আসফিয়া উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলীর মেয়ে। সে আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্থানীয়রা জানায়, আসফিয়ার মা- বাবা দু’জনেই চাকরী করেন। বাবা ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে এবং মধুপুর হাসপাতালে চাকরী করেন। সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে তাঁর প্রত্যাশিত জিপিএ- ৫ না পেয়ে “এ” গ্রেড পেলে দুঃখে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেন চৌধুরী বলেন, নিপা অনেক মেধাবী ছাত্রী ছিল। সে অত্যান্ত ভদ্র ও বিনয়ী ছিল। তাঁর আত্মহত্যা বিষয়টি মানতে অনেক কষ্ট হচ্ছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments